কুড়িগ্রামে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

0
301

কুড়িগ্রাম প্রতিনিধি: জনগণের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ও ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় হল ‘শেখ হাসিনার অবদান, গৃহহীনদের বাসস্থান; ভূমি উন্নয়ন কর প্রদান করুন, জমির মালিকানা নিরাপদ রাখুন।’ এ উপলক্ষে রোববার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাদল চন্দ্র হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলিয়া ফেরদৌসী জাহান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মিজানুর রহমান, সদর ইউএনও আমিন আল পারভেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। সেবা সপ্তাহ উপলক্ষে তৃণমূল পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারসহ বিভিন্ন পয়েন্টে ভূমি রেকর্ড হালকরণ, ভূমি উন্নয়ণ কর আদায়, কৃষি জমি সুরক্ষা, সায়রাত মহাল ইজারাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here