কুড়িগ্রামে জমিজমার দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ আহত ৩

0
271

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের কচাকাঁটা থানার কেদার ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা সাতানা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সহিদা বেগম ও ছবেদ আলী নামের দু’জন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সহিদা বেগম এবং রাত ১২টার দিকে ছবেদ আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময়ে তাদের লাশ এলাকায় এসে পৌঁছেনি। এদিকে এ ব্যাপারে নিহতের ভাতিজা আশরাফ আলী বাদি হয়ে ১৮ জনকে আসামী করে কচাকাঁটা থানায় একটি মামলা দায়ের করেছে।
কচাকাঁটা থানার অফিসার ইনচার্জ ফারুক খলিল জানান, সাড়ে তিন বিঘা জমির মালিকানা নিয়ে সাতনা গ্রামের জহুরুল ইসলামের সাথে পার্শ্ববর্তী ছড়ারপাড় গ্রামের শহিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ অবস্থায় জহুরুল হক দখল নেয়ার জন্য বিবাদমান জমিতে দু’মাস আগে দু’টি ঘর তোলে। মঙ্গলবার রাতে প্রতিপক্ষরা ঘর দু’টি পুড়ে দেয়। এ নিয়ে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ৫ জন আহত হন। এরমধ্যে দু’জন মারা গেছেন এবং জহুরুল, মরিয়ম ও সুফিয়া নামের ৩ জন ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here