কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ’র ১০০ বস্তা চাল আটক

0
243

আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্রদের জন্য ঈদ উল আজহা উপলক্ষে বরাদ্ধকৃত ভিজিএফের ১শ বস্তা চাল আটক। এ ঘটনায় চাল ব্যবসায়ী আব্দুল মালেককে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম।
গত রোববার রাতে ভিজিএফের ১শ বস্তা চাল উপজেলার ধামশ্রেনী চৌমুহনী বাজারের চাল ব্যবসায়ী আব্দুল মালেকের গুদামে মজুদ করার সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খবর পেয়ে থানা পুলিশের সহযোগীতায় আটক করে। তিনি ওই রাতে চালের বস্তাগুলো সংরক্ষণের জন্য আব্দুল মালেক এর জিম্মায় রেখে আসেন। সোমবার চালের বস্তাগুলো জব্দ করে উলিপুর থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার দীর্ঘ সময় পর গতকাল মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাসহ আব্দুল মালেককে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ১৫/১৮- ১৪/০৮/২০১৮ কিন্তু ঘটনার দীর্ঘ সুত্রতার কারণে সচেতন মহল মনে করছেন রাঘব বোয়ালদের রক্ষা করতে এমনটা করা হচ্ছে। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, চাল আটকের ঘটনায় মামলা হয়েছে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here