কিশোরগঞ্জে বজ্রপাতে ৪ জনের প্রাণহানি

0
388

খবর ৭১ঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বিরূপ আবহাওয়ার মধ্যে কিশোরগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে বজ্রপাতে মিঠামইন উপজেলায় দুইজন এবং পাকুন্দিয়া ও ইটনায় একজন করে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কুড়ারকান্দি গ্রামের এবাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৭), বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের মহিউদ্দিন (২২), পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের আসাদ মিয়া (৪৫) ও ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠুইর গ্রামের রুবেল দাস (২৬)।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, কেওয়ারজোড় ইউনিয়নের কুড়ারকান্দি গ্রামের হাওরে বৃষ্টিপাতের মধ্যে গরু আনতে গিয়ে সুমন মিয়া বজ্রাঘাতের শিকার হয়ে মারা যায়। এ ছাড়া উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের হাওরের জমিতে বোরো ধান কাটার সময় বজ্রাঘাতে মহিউদ্দিন মারা যান।

পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আসাদ ঘাস কাটতে গেলে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাত হলে আসাদ নিহত হন।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠুইর গ্রামের হাওরে রুবেল ধান কাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথে আচমকা বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রঘাতে রুবেল আহত হন। তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here