কিম ও ট্রাম্পের বৈঠক বাতিলের হুমকি উত্তর কোরিয়ার

0
245

খবর৭১: ওয়াশিংটন একতরফাভাবে পরমাণু অস্ত্র পরিত্যাগ করার জন্য উত্তর কোরিয়ার ওপর চাপ দিলে দেশটির নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আসন্ন বৈঠকটি তারা বাতিল করে দেবে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং। খবর এএফপির।

দেশটির ফার্স্ট ভাইস ফরেন মিনিস্টার কিম কে গুয়ান এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন যদি আমাদের কোণঠাসা করে রাখে এবং একতরফাভাবে আমাদের পরমাণু অস্ত্র পরিত্যাগ করতে বলে, তবে এ বৈঠকের ব্যাপারে আমরা ইচ্ছুক নই।

তিনি বলেন, তখন আমাদের উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের ব্যাপারে নতুন করে ভেবে দেখতে হবে।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বহুপ্রতীক্ষিত ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।

উত্তর কোরিয়া নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে প্রস্তুত এমন ঘোষণা দেয়ার পর বৈঠকের এই দিনক্ষণ ঠিক করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কেন্দ্র করে ক্ষুব্ধ উত্তর কোরিয়া বুধবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে করে নিয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here