কিমের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে সম্মত ট্রাম্প

0
304

খবর৭১:;মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এই প্রথম ঐতিহাসিক বৈঠকের ব্যাপারে সম্মতি জানিয়েছেন। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার আলোচনায় বসার ক্ষেত্রে একধরনের অচলাবস্থার সৃষ্টি হয়। সম্প্রতি এক্ষেত্রে আকস্মিক উন্নতি ঘটায় বৃহস্পতিবার তিনি এর প্রতি সম্মতি জানালেন। খবর এএফপির।

হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই-ইয়ং এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে বৈঠকের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, মে মাসের শেষ নাগাদ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

চুং সম্প্রতি পিয়ংইয়ং সফর করে ফিরেন। উত্তর কোরিয়া সফরকালে তিনি ব্যক্তিগতভাবে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

দক্ষিণ কোরিয়ার এ কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার এ তরুণ নেতা যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে তার আগ্রহের কথা প্রকাশ করেন।

ট্রাম্প কিমের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সম্মতি জানিয়েছেন। তিনি টুইটারের মাধ্যমে জানান, উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বন্ধে পিয়ংইয়ংকে রাজি করানোর প্রচেষ্টা চালানোর ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি। তিনি এটাকে অভিনন্দন জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here