কিপার হিসেবে ধোনি অসাধারণ, ব্যাটিংয়ে মন দিতে হবে:কুম্বলে

0
273

খবর৭১ঃফিনিশার হিসেবে সুখ্যাতি আছে মহেন্দ সিং ধোনির। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না ভারতীয় সাবেক এ অধিনায়ক। তবে উইকেটের পেছনে ভালোই কিপিং করে যাচ্ছেন ধোনি। এখন তাকে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক অনিল কুম্বলে।

ভারতীয় সাবেক এ অধিনায়ক বলেন, ভারতীয় মিডল অর্ডারকে এখনও জমাট দেখাচ্ছে না। ফিনিশার হিসেবে ধোনির ওপর নির্ভর করলে চলবে না। ধোনি যেন ক্রিকেট উপভোগ করে। ম্যাচ ফিনিশ করে আসার ক্ষেত্রে তরুণদের গাইড করুক ও। তবে সে কিপিংয়ে ভালো করছে।

উইকেটের পেছনে ধোনি অবশ্য এখনও নির্ভরতার প্রতীক। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে অসাধারণ কিং করেছেন তিনি। কিপিংয়ে ৮০০ স্টাম্পিং করিয়ে রেকর্ড গড়েন ধোনি।

কিপিংয়ে দুর্দান্ত ধোনি, ব্যাট হাতে চমক দেখাতে পারেননি। ভারতীয় দলের হয়ে এশিয়া কাপে চার ম্যাচ খেলে মাত্র ৭৭ রান করেন ধোনি।

শুধু এশিয়া কাপেই নয়, ইংল্যান্ড সফরেও দলের হয়ে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি ভারতের বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here