কাশ্মীরে ভারত মানবাধিকার লঙ্ঘন করছে: জাতিসংঘ

0
258

খবর ৭১ঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে জাতিসংঘ। তবে, এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জিয়াদ রা’দ আল হুসেইনের রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন ১৪৫ জন সাধারণ মানুষ।

রিপোর্টে কাশ্মীর উপত্যকায় গণকবরের তদন্ত, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি তোলা হয়েছে।

কাশ্মীরে আন্দোলনকারীদের উপর ছররা বুলেট প্রয়োগ করা নিয়ে রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে রা’দ আল হুসেইন বলেছেন, ২০১৬ সালের পর থেকে কাশ্মীরে যত মানুষকে হত্যা করা হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

বিষয়টি নিয়ে যাতে ‘কমিশন অব এনকোয়ারি’ গঠন করা হয়, সে জন্য তিনি ‘হিউম্যান রাইটস কাউন্সিল’-এর কাছে আবেদন জানাবেন।

জাতিসংঘের রিপোর্টে উপত্যকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে অব্যাহতভাবে মদদ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারত ওই রিপোর্ট প্রত্যাখ্যান করছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতারণাপূর্ণ। এর নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, আমরা জানতে চাই।
’ সূত্র: হাফিংটন পোস্ট
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here