কাল থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ

0
197

খবর ৭১ঃ
নির্বাচন কমিশনের নির্দেশে সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা কাল শুক্রবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার বিকেল ৫টা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে। ফলে ব্যাংকের পাশাপাশি কাল শুক্রবার থেকে বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশ, শিওর ক্যাশের মতো সেবা বন্ধ থাকছে।

তবে শনিবার বিকেল ৫টা থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ব্যক্তিগত হিসাব থেকে একদিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেন চালু রাখতে পারবে ব্যাংকগুলো। নির্বাচন কমিশনের নির্দেশে বাংলাদেশ ব্যাংক গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, টানা ব্যাংক বন্ধের মধ্যে এটিএম মেশিনে পর্যাপ্ত টাকা রাখতে হবে। একই সঙ্গে এ সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকগুলোকে পয়েন্ট অব সেলস (পিওএস) ও অনলাইন পরিশোধ ব্যবস্থাও চালু রাখতে বলা হয়েছে ।

সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন ও ব্যাংক ছুটির কারণে কাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here