কালিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে ২ বখাটে আটক

0
270

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বাঐসোনা এলাকা থেকে মুঠোফোনে এক এসএসসি পরীক্ষার্থীর ছবি ধারণ ও উত্ত্যক্ত করার অভিযোগে ২ বখাটেকে আটক করে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। স্থানীয় সূত্রে জানা যায়, নড়াগাতি থানার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী (ছাত্রী) বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরীক্ষা কেন্দ্র হতে কিছু দূর এগিয়ে গেলে ২ বখাটে মুঠোফোনে তার ছবি ধারণ ও উক্ত্যক্ত করতে থাকে। এ সময় স্থানীয় বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ ফোরকান মোল্যা তাদের হাতেনাতে আটক করে। তারা হলেন-গোপালগঞ্জ জেলার সোনাকুড়ি গ্রামের হাকিমের ছেলে আবির (১৫) ও কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়ীয়া গ্রামের তারু মিয়ার ছেলে আরমান (২৩)। রহস্যজনক কারণে চেয়ারম্যান একজনকে ছেড়ে দিয়ে আবির নামের বখাটেকে পুলিশে সোপর্দ করে। এ প্রসঙ্গে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বিলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আটককৃতদের মধ্যে এক বখাটে অপ্রাপ্ত বয়ষ্ক তথা ৯ম শ্রেণী পড়–য়া ছাত্র। এরপরও তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে প্রচলিত শিশু আইনে ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে। সে এখন পুলিশি হেফাজতে আছে।’

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here