কালাইয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

0
344

এম এম আতাউর রহমান (জীবন), জয়পুরহাট,প্রতিনিধি:

জয়পুরহাট জেলার কালাই উপজেলার বানদিঘি গ্রামে যৌতুকের দাবিতে নুরুন্নাহার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাহমুদুল হাসান ও তার বাবা-মা’র বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। রাতেই মেয়ের বাবা কালাই উপজেলার চেচুরিয়া গ্রামের, আব্দুর নুর হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বাবা আব্দুর নুর জানান, ৬ বছর আগে বানদিঘি গ্রামের মাহমুদুল হাসানের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই নুরুন্নাহারকে মারধর করত। শনিবার রাতেও তাকে যৌতুকের দাবীতে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়।
কালাই থানার ওসি আব্দুল লতিফ খবর ৭১ কে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here