কারোনা পরিস্থিতিতে হবিগঞ্জে অসহায় মানুষের পাশে এমপি আবু জাহির

0
593
কারোনা পরিস্থিতিতে হবিগঞ্জে অসহায় মানুষের পাশে এমপি আবু জাহির

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ কারোনা পরিস্থিতিতে তৃণমূল মানুষের পাশে আছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি স্থানে স্থানে গিয়ে লোকজনকে সচেতন থাকার জন্য বলছেন। হাতে হাতে দিচ্ছেন মাস্ক। হবিগঞ্জের মাটি মানুষের নেতা এমপি আবু জাহির এ সময়ে জীবন বাজি রেখে অসহায় লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এ দুর্যোগে তাকে পাশে পেয়ে লোকজন সন্তোষ প্রকাশ করছে।২৯ মার্চ দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত, সচেতনতা বৃদ্ধির লে ক্যাম্পেইন ও ত্রাণ সামগ্রী করেছেন এমপি আবু জাহির এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউএনও সুমী আক্তার, পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুকসহ প্রমুখরা।সূত্র জানায়, প্রতিদিনই তিনি হ্যান্ডমাইক হাতে রাস্তায় দাঁড়িয়ে এবং গাড়িতে বসে পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে বাড়ি থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনার কথা তুলে ধরেন।এমপি আবু জাহির বলেন, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতা প্রয়োজন।করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা সরকার সাধারণ জনগণকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। এমন আশ্বাস পেয়ে তৃণমূল লোকজন স্বস্তিতে রয়েছে। লোজজনের মন্তব্য, কেউ তাকে ভুলতে পারবে না। তিনিও তৃণমূল লোকজনকে মন জয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here