কারাগারে ‘বহাল তবিয়তে’ আছেন খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

0
228

খবর৭১ঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়া কারাগারে খেয়ে-দেয়ে বহাল তবিয়তে আছেন। তবে নাটকও চলছে। যেই মামলার তারিখ আসে উনি অসুস্থ হয়ে যান। তারিখ গেলেই আবার তিনি যথারীতি সুস্থ।’

সোমবার (২৩ জুলাই) গণভবনে আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আরেক নাটক শুরু হয়ে গেছে এখন। আদালতের তারিখ এলেই তিনি (খালেদা জিয়া) অসুস্থ হয়ে যান। আবার তারিখ চলে গেলে ভালো থাকেন। ভালোই তো খানাপিনা, কোনদিকে তো আমি কমতি দেখছি না। খোঁজখবর তো আমরাও রাখি।’

জনগণের সাড়া না পেয়ে বিএনপি ‘দোষারোপের রাজনীতি’ শুরু করেছে বলেও এসময় মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘সিটি নির্বাচনে সবাই স্বাধীনভাবে প্রচারণা চালাবে, আমরা এটিই চাই। সে পরিবেশও আমরা বজায় রেখেছি। তাদের (বিএনপি) মিছিলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটলো- এজন্য তারা খুবই দোষ দিল। পরবর্তীতে দেখা গেলো এটি তারাই করেছে।’

তিনি বলেন, ‘হঠাৎ রাজশাহীতে দেখা গেলো তাদের (বিএনপির) মিছিলে বোমা হামলা। আমরা নির্দেশ দিলাম হামলাকারী যে দলেরই হোক তাদের ধরা হোক। কারণ আমরা এমন ঘটনা কখনোই চাই না। তারা নিজেরাই এটি করেছে- শুধুমাত্র আওয়ামী লীগকে দোষ দেয়ার জন্যে।’

সরকারপ্রধান আরও বলেন, ‘নিজেরাই ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দোষ চাপানো এবং সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া- এ ধরনের খেলা বিএনপির অভ্যাস। এ ধরনের ঘটনা ঘটিয়ে দোষারোপের নাটকে তারা যথেষ্ট পারদর্শী।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসবে খেলাও তত শুরু হবে- তাতে কোনও সন্দেহ নাই। তবে আমরা আমাদের নীতি-আদর্শ নিয়ে এগিয়ে যেতে চাই।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here