কারাগারেই ছিনতাইয়ের চক্র তৈরি: র‍্যাব

0
270

খবর৭১ঃ রাজধানীর উত্তরা থেকে আটক হওয়া ছিনতাইকারীরা কারাগারেই সংগঠিত হয়েছিল বলে জানিয়েছে র‌্যাব। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা ও উত্তোলন করতে আসা গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ১৬ রাউন্ড গুলিসহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাগর বারুই (৩৫), মো. রুবেল (৩৫), মো. বাবুল (৩৬), মো. আনোয়ার হোসেন (৩৫), স্বপন মাহমুদ (৪৯), মো. ইউসুফ আলী (২৮) ও মো. আনোয়ার হোসেন (২৮)।

বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মো. রাকিবুজ্জামান।

র‍্যাবের কোম্পানি কমান্ডার জানান, ‘কারাগারে থাকাকালীন সময়ে সাগরের সঙ্গে আটক আনোয়ার ও কয়েকজনের পরিচয় হয়। এ সময় আনোয়ার ও তার সহযোগীরা সাগরের চক্রের সঙ্গে যোগ দেয় এবং জেল থেকে বের হওয়ার পর ছিনতাই শুরু করে।’

তিনি জানান, বুধবার দুপুরে র‍্যাব জানতে পারে উত্তরার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা ও উত্তোলন করতে আসা গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে একটি চক্র একত্রিত হয়েছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, একটি রিভালবার, ১৬ রাউন্ড গুলি, দুইটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন এবং ২৩শ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।’

কোম্পানি কমান্ডার বলেন, আটক হওয়া সাগর বারুই তাদের গ্রুপের প্রধান জানিয়ে র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, সাগর পেশায় একজন মুহুরি। সে ২০০০ সাল থেকে ওই পেশায় নিয়োজিত। ২০১৩ সালে সাগরের বেঞ্জামিন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে বেঞ্জামিনের মাধ্যমে আনোয়ারের সঙ্গে তার পরিচয় হয় এবং সে ছিনতাই চক্রে যোগ দেয়।’

তিনি বলেন, ‘তবে ২০১৭ সালে আশুলিয়া এলাকায় আনোয়ার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর সাগর ওই চক্রের নেতৃত্বে আসে। এরপর সে ডাকাতি ও ছিনতাই মামলায় দুইবার কারাগারে যায়। এর মধ্যে প্রথমবার সে ৭ মাস ও দ্বিতীয়বার সে ২ মাস কারাবাস করে জামিনে বেরিয়ে আসে।’

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার জানান, গত ১৮ মে গাজীপুর চান্দনা চৌরাস্তায় বিকাশকর্মী আসাদ ও ইকবালকে গুলি করে ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় এই চক্রটি জড়িত ছিল। সে দিন দুই বিকাশকর্মী টাকা নিয়ে ইউসিবি ব্যাংকে জমা দিতে গেলে উনিশে টাওয়ারের কাছ থেকে বিকাশকর্মীর বুকে ও পায়ে গুলি করে টাকা ছিনতাই করে চক্রটি।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here