কামিল ও ফাজিলের ফল প্রকাশ

0
430

খবর৭১ঃ পরীক্ষা শেষ হওয়ার সাড়ে ৫ মাস পর ইসলামী বিশ্ববিদ্যায়ের (ইবি) অধীন ফাজিল স্নাতক দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ ও ফাজিল স্নাতক তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৭ এবং কামিল স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশ করা হয়েছে।

পাসের হার ফাজিল দ্বিতীয় বর্ষে (অনিয়মিত) ৮৪.১৯ শতাংশ ও ফাজিল তৃতীয় বর্ষে ৯৮.১০ শতাংশ। এছাড়া কামিল (অনিয়মিত) পরীক্ষায় পাস করেছে ৮৯.২০ শতাংশ শিক্ষার্থী।

উভয় পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে। প্রকাশিত ফল পুনর্বিবেচনা করতে হলে আগামী ৩০ দিনের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।

জানা যায়, ফাজিল স্নাতক দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এ ৪ হাজার ৬৫৬ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪২১ শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৩ হাজার ৭২২ শিক্ষার্থী।

ফাজিল স্নাতক তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৭ এ ৪৫ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৪৪ হাজার ৪৩৫ শিক্ষার্থী।

এছাড়া কামিল স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এ ৯৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯৫৪ জন শিক্ষার্থী। পাস করেছে ৮৫১ জন। এ পরীক্ষা গত বছরের ৩০ অক্টোবর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here