কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

0
239

খবর ৭১: আফগানিস্তানের রাজধানী কাবুলে আইএসএর শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।

কাবুলে আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধান ফটকের সামনে সোমবার দুপুরে এ বোমা হামলা চালানো হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানিয়েছেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মীরা বেলা একটায় কাজ শেষে যখন বাড়ি ফিরছিলেন তখন তাদের ওপর হামলা চালানো হয়।

গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র ফারিদুন আজহান্দ বলেছেন, মন্ত্রণালয়ের কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনেকে যখন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তখন তাদের ভেতরে ঢুকে আত্মঘাতী হামলা চালায় এক সন্ত্রাসী। তিনি বলেন, “দুঃখজনকভাবে আমরা কিছু সহকর্মীকে হারিয়েছি।”

হামলার কয়েক ঘণ্টা পর দায়েশের আমাক নিউজ পোর্টালে এ হামলার দায়িত্ব স্বীকার করে একটি বিবৃতি প্রচার করা হয়।
গত বছরের শেষ দিকে ইরাক ও সিরিয়া থেকে প্রায় সম্পূর্ণ উচ্ছেদ হয়ে যায় দায়েশ। এরপর তারা আফগানিস্তানে তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে। আফগানিস্তানের নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে দেশটির পূর্ব উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে বসেছে আইএস নামে পরিচিত এই জঙ্গি গোষ্ঠী। তারা এ পর্যন্ত বহু সন্ত্রাসী হামলা চালিয়ে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here