কানাডায় তাপদাহে মৃত্যু ১৯

0
330

খবর৭১ঃ কানাডার কুইবেক প্রদেশে প্রচণ্ড তাপদাহে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সপ্তাহজুড়ে দেশটির পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন বলেছেন, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

এদিকে, সংবাদপত্র ট্রিবিউনের খবরে ইষ্টার্ন টাউনশিপে গত ৪৮ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর খবর জানানো হয়েছে।

কানাডার আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এই তাপমাত্রা ৪০ ডিগ্রীতে অনুভূত হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এসময় তিনি স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। তাই স্থানীয়দের নিরাপত্তার সব রকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here