কাত্যায়নী পূজা শুরু নির্বিঘেœ করতে নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম’র মন্ডপগুলোতে আইনশৃঙ্খলার ব্যাপক প্রস্তুতি!

0
237

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: কাত্যায়নী শুরু পুজানির্বিঘ্নে করতে নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম’র মন্ডপগুলোতে আইনশৃঙ্খলার ব্যাপক প্রস্তুতি! উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলায় কাত্যায়নী পূজাকে ঘিরে তোরণ নির্মাণ, লাইটিংসহ নানা উৎসবে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, এ বছর ৫৩টি ম-পে পূজা হচ্ছে। জেলার সদর উপজেলায় ২০টি, লোহাগড়া উপজেলায় ১৩টি ও কালিয়া উপজেলায় ২০টি ম-পে পূজা হচ্ছে। ১৩ নভেম্বর মহাষষ্ঠীর মধ্যদিয়ে পূজা শুরু হয়েছে। ১৪ নভেম্বর মহাসপ্তমী ১৫ ও ১৬ নভেম্বর মহাঅষ্টমী, ১৭ নভেম্বর মহানবমী, শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা, ১৮ নভেম্বর বিজয়াদশমীর মধ্যদিয়ে শেষ হবে কাত্যায়নী পূজা। জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু বলেন, ১০ বছর আগে মাত্র ৬/৭টি ম-পে পূজা হতো। প্রতি বছর বাড়তে বাড়তে এখন ৫৩টি ম-প হয়েছে। দেশে শান্তি শৃংখলা বজায় থাকলে আগামীতে কাত্যায়নী পূজা ধুমধামের সঙ্গে উযদাপন করা হবে। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)’র, নিকট জানতে চাইলে তিনি, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের কাত্যায়নী পূজাকে নির্বিঘ্নে করতে পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন মন্দিরই ঝুঁকিপূর্ণ নয়। তারপরেও সব মন্দিরগুলোকে আমরা নিরাপত্তার বলয় দ্বারা বেষ্টনী করে রাখব। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ও আনসার সদস্য দায়িত্ব পালনের সাথে সাথে প্রত্যেক মন্দিরের পূজা কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যকে ছবি সম্বলিত আইডি কার্ড দিব, তারা বুকে ঝুলিয়ে রাখলে আমাদের আইডিফিকেশন করতে সহজ হবে। ষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত মন্দিরের ভিতর বা আশেপাশে কোন ব্যাগ বা অবৈধ জিনিসপত্র নিয়ে ঢুকতে না পারে তার জন্য দেহ তল্লাশীর ব্যবস্থা থাকবে। তিনি আরো বলেন, আসন্ন কাত্যায়নী পূজাকে আমরা সবাই আনন্দের সঙ্গে সবাই মিলে এক সঙ্গে উদযাপন করব। ২০১৮ সালের কাত্যায়নী পূজা সকলের জন্য মঙ্গল বয়ে আনবে আমি এই কামনা করি। নড়াইলের পুলিশ প্রশাসন কাত্যায়নী পূজা উদযাপন পরিষদের নেতাসহ ম-প কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, কাত্যায়নী পূজা করতে পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক তৎপর। দয়া করে নিউজটি শেয়ার করবেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here