কাজী বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী

0
340

খবর৭১:আওয়ামী লীগ নেতা ও দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মী কাজী বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের রুহের শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার দুপুর ১২টার দিকে তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে, চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

শনিবার সকাল ৯টায় উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার ঈদগাঁও মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।

কাজী বজলুর রহমান ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন এবং ২০১৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ৪৩ বছর চাকরিকালে একাধিক বার ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here