কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে

0
366

খবর ৭১ঃ দেশের ব্যস্ততম নৌরুট কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে তিনদিন বন্ধ থাকার পর রবিবার ভোর থেকে এ রুটে সব নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনদিন বন্ধ থাকার পর নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের বাড়তি চাপ রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার দুপুর থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
শুক্রবার বিকেল পর্যন্ত ৫টি ফেরি চলাচল করে। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে সব ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল থেকে এ রুটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here