কসোভোর পার্লামেন্টে ভোটাভুটি বন্ধে কাঁদানে গ্যাস নিক্ষেপ

0
286

খবর৭১: কসোভোর পার্লামেন্টে বুধবার প্রতিবেশী মন্টিনিগ্রোর সঙ্গে ২০১৫ সালের একটি সীমান্ত চুক্তি বিল পাসে ভোটাভুটি বন্ধে কয়েক দফায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাওয়ার শর্তে অবশেষে বিলটি পাস হয়েছে।

দেশটির বিরোধী দলের পক্ষ থেকে এ কাজ করা হয়েছে। কসোভোর বিরোধী দল সেল্ফ-ডিটারমিনেশন মুভমেন্ট পার্টি পার্লামেন্ট অধিবেশনের মধ্যে হঠাৎ করে একের পর এক টিয়ারগ্যাস নিক্ষেপ করতে থাকে।-খবর রয়টার্সের।

এ সময় টিয়ারগ্যাসে গোটা পার্লামেন্ট ভবন আচ্ছন্ন হয়ে যায় এবং পার্লামেন্ট সদস্যরা অধিবেশন থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

তবে শেষ পর্যন্ত স্পিকারের অনড় অবস্থানের কারণে ১২০ আসনের পার্লামেন্টে বুধবার বিলটির ওপর ভোটাভুটি হয় এবং চুক্তিটি ৮০-১১ ভোটে অনুমোদিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাওয়ার জন্য কসোভোকে দুটি শর্ত দেয়া হয়েছে। শর্তগুলো হচ্ছে- মন্টিনিগ্রোর সঙ্গে সীমানা নির্ধারণের চুক্তি চূড়ান্ত করতে হবে এবং সার্বিয়ার সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে হবে।

সার্বিয়া থেকে আলাদা হয়ে যাওয়া মুসলিম দেশ কসোভোর স্বাধীনতাকে এখনো স্বীকৃতি দেয়নি সার্বিয়া। তবে মন্টিনিগ্রো কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে সীমান্ত নির্ধারণের চুক্তি অনুমোদন করেছে।

কিন্তু কসোভোর বিরোধীদল ২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তি এই বলে প্রত্যাখ্যান করেছে যে, এ চুক্তির মাধ্যমে দেশটির বিশাল এলাকা মন্টিনিগ্রোকে দিয়ে দেয়া হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অবশ্য কসোভোর বিরোধী দলের এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

গত তিন বছর ধরে কসোভোর বিরোধী দল পার্লামেন্টে এই বিল পাস ঠেকানোর জন্য আরও চারবার টিয়ারগ্যাস নিক্ষেপসহ এ ধরনের অন্যান্য কৌশল অবলম্বন করেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here