কলাপাড়ায় গৃহবধূ ফাতেমাকে শ্বাসরোধে হত্যা!

0
260

রাাকিব হাসান পটুয়াখালী প্রতিনিধিঃ
কলাপাড়ার নাওভাঙ্গা গ্রামের গৃহবধূ ফাতেমা বেগমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা শেষে মৃতদেহ রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি স্ট্রোকে মারা গেছে প্রচার চালানো হয়। এমনসব অভিযোগ এনে মৃত ফাতেমার বড় বোন কাজল কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেছেন। মঙ্গলবার এ মামলাটি করা হয়েছে। মামলায় ফাতেমার স্বামী মোসলেম সিকদার, তার প্রথম স্ত্রীর ছেলে আবু সায়েক সিকদার, সতিন হাজেরা বেগমসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার বাদির আইনজীবী নাথুরাম ভৌমিক জানান, বিজ্ঞ আদালত কলাপাড়া থানার ওসিকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়েছে একাধিক মামলার আসামি মোসলেম সিকদার ফাতেমাকে নাবালক থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করেন। এরপর পারিবারিক অশান্তি লেগেই থাকত। ঝগড়া ছিল নিত্যঘটনা। এক পর্যায়ে আসামিরা পরিকল্পিতভাবে ২০ অক্টোবর বেলা দুইটা ১৫ মিনিটে শ্বাসরোধ করে এক সন্তানের মা ফাতেমাকে (২৫) হত্যা করে। এ ঘটনায় কলাপাড়া থানায় আগেই একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here