কর্মব্যস্ত দিনে উধাও গনপরিবহন,ভোগান্তিতে মানুষ

0
277

খবর৭১:বাসের চাপায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় গণপরিবহনের নৈরাজ্য বন্ধ ও বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ রবিবারও (৫ আগস্ট) রাজধানীতে তীব্র যানবাহন সংকট দেখা দিয়েছে।

রবিবার (৫ আগস্ট) সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ত মানুষগুলো চরম ভোগান্তিতে পড়েছে। রাজধানীর বিভিন্ন বাসস্টপে শত শত মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক সময় পর পর দুই-একটি গাড়ি আসলেও সেগুলো থাকে ভরা। মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর মোহম্মদপুর, মহাখালী, উত্তরা, মিরপুর, গাবতলী, আজিমপুর, জিগাতলা, ফার্মগেট এলাকায় গণপরিবহন দেখা যায়নি। এছাড়া গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়দাবাদ এলাকায়ও গণপরিবহন চলাচল করছে না।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here