করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী —-মুহিবুর রহমান মানিক এমপি

0
475
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী ----মুহিবুর রহমান মানিক এমপি

হাবিবুর রহমান নাসির ছাতকঃ
ছাতকে ভিক্ষুক ও ঠেলা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশের বর্তমান করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরী। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থেকে সকলকে নিজ নিজ ঘরে অবস্থান করা দরকার। নিজের, পরিবারের এবং দেশের মঙ্গলের জন্য সবাইকে সরকারী নির্দেশ মেনে চলতে হবে। তিনি বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি কর্মহীন ও অসহায় মানুষের জন্য সাহায্যের হাত প্রসারিত করতে সকল বিত্তবানদের প্রতি আহবান জানান। বুধবার দিনব্যাপী উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, চরমহল্লা, সিংচাপইড়, ভাতগাঁও, দোলারবাজার ও জাউয়া ইউনিয়নের সহশ্রাধিক ভিক্ষুক ও ঠেলাগাড়ী চালকের মাঝে ত্রান সামগ্রি বিতরণকালে এমপি মানিক এসব কথা বলেন। সকালে আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুরে জাউয়া ডিগ্রি কলেজ মাঠে প্রতীকি হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করেন তিনি। পরে স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকদের দেয়া তালিকা অনুযায়ী খাদ্য সামগ্রি তাদের মাধ্যমে বিতরণ করা হয়।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রি দেয়া হয়েছে। খাদ্য সামগ্রির প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবন, এবং ১ প্যাকেট ডিটারজেন্ট ও ১টি সাবান। বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ, আওলাদ হোসেন মাস্টার, আখলাকুর রহমান, সায়েস্থা মিয়া, মুরাদ আহমদ, বিল্লাল আহমদ, মোজাহিদ আলী, শিক্ষানুরাগী আলহাজ্ব আয়াজুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, ফজর উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুহেল আহমদ, আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান, মতিউর রহমান, গিয়াস উদ্দিন, আবুল হাসনাত, আবু বক্কর, মাসুক মিয়া, খালেদ হাসান, মিজানুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হক, আঙ্গুর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here