করোনা পজিটিভ ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান

0
389
করোনা পজিটিভ ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান

খবর৭১ঃ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ৷ তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বৃহস্পতিবার বিকেল মারা যান। তিনি করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। ফলে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সরকারি ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হবে৷

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আব্বার নমুনা নেওয়া হয়। পরে বিকেলে মারা যাওয়ার পরও নমুনা নেওয়া হয়েছে। আব্বার করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে ৷ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে৷

করোনা পজিটিভ ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here