করোনায় আক্রান্ত হয়ে আত্মহত্যা করলেন ফ্রেঞ্চ ফুটবল ডাক্তার

0
403
করোনায় আক্রান্ত হয়ে আত্মহত্যা করলেন ফ্রেঞ্চ ফুটবল ডাক্তার

খবর৭১ঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আত্মহত্যা করেছেন ফরাসি লিগ ওয়ানের ক্লাব রেইমসের ডাক্তার বের্নাদ গঞ্জালেজ। ক্লাব কর্তৃপক্ষ এমন তথ্যই নিশ্চিত করেছে। আর গঞ্জালেজের এই কাণ্ডে হতবাক পুরো রেইমস শহরবাসী।

রেইমসের মেয়র আর্নাউদ রোবিনেত এ বিষয় জানান, তিনি ৬০ বছর বয়সী গঞ্জালেজের আত্মহত্যার ব্যাপারটি শুনেছেন। যিনি ক্লাবের হয়ে গত ২০ বছর ধরে কাজ করছেন। ‘ডাক্তার গঞ্জালেজ একটি নোট রেখে গেছেন, যেখানে জানিয়েছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

এ সময় মেয়র আরও বলেন, ‘এ মৃত্যুর ঘটনায় আমি হতবাক, কেননা আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। সে শুধু ডাক্তারই না। সে রেইমসের অনেক মানুষের জন্য জিপিও বটে। সে তার মানবিকতা ও পেশাদারি গুণাগুণের জন্য পরিচিত ছিলেন। তাকে ফুটবল পরিবার মিস করবে এবং তার সঙ্গে যাদের যোগাযোগ ছিল।’

এদিকে রেইমসের ক্লাব প্রেসিডেন্ট জেন-পিয়েরে সায়লট এমন খবরে ‘স্তব্ধ’। ‘এই মহামারি রেইমসের হৃদয়ে আঘাত করেছে। একজন সেরা ব্যক্তিত্ব ও স্পোর্টসের সেরা পেশাদারি একজনকে হারালাম।’

করোনা ভাইরাসে ফ্রান্সে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here