করোনার চিকিৎসা দিতে গিয়ে ৬ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ২ হাজার

0
458
করোনার নতুন রেকর্ড: একদিনেই ২৪২ জনের মৃত্যু

খবর৭১ঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে চীনে এখন পর্যন্ত ৬ জন চিকিতসকের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৩ জন চিকিৎসক। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এছাড়া চীনের কর্তৃপক্ষ এই ভাইরাসের মোকাবিলা করতে গিয়ে তারা চিকিৎসা সরঞ্জামাদির সংকটেও যে পড়েছে তা উল্লেখ করেছে।

করোনাভাইরাস সম্পর্কে অবহিত করা সর্বপ্রথম চিকিতসক লি ওয়েলিয়াংয়ের এক সপ্তাহ আগে মারা যাওয়ার ঘটনায় চীনের নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে এখন পর্যন্ত চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩ শ’ ৮১ জন। চীনের স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯ শ’ ২২ জন।

এছাড়া চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৮ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। বিবিসি, আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here