করোনাভাইরাস পরিস্থিতিতে সৈয়দপুরের ‘পাশে আছি’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

0
507
করোনাভাইরাস পরিস্থিতিতে সৈয়দপুরের ‘পাশে আছি’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিসহ ঘরবন্দি শ্রমজীবী অসহায় ও দুস্থ্য পরিবারকে খাদ্যসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিতে সৈয়দপুরের “পাশে আছি” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সম্প্রতি শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকার কিশোর যুবকদের নিয়ে সংগঠনটি গড়ে তোলা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনটির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠন উপলক্ষে নিয়ামতপুর মুন্সিপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিতে মো. শফিকুল আলম সভাপতি এবং মালেক উজ-জামান সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি-১ মো. বিপ্লব সরকার, সহ-সভাপতি-২ মো. আফতাবুজ্জামান ম্যাক্সিম, সহ-সাধারণ সম্পাদক মো. স্বপন সরকার, কোষাধ্যক্ষ মো.হেলাল উদ্দিন খান, দপ্তর সম্পাদক মো. বাঁধন সরকার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো.আদনান সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তপু, স্বেচ্ছাসেবক সম্পাদক নুর আহম্মেদ রবিন ও ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহামুদ হাসান। এছাড়াও বাকি ১০ জন সদস্য কমিটিতে কার্যকরী সদস্য রয়েছে।

এ স্বেচ্ছাসেবী সংগঠন গঠনের পর থেকে কমিটির সদস্যরা এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করাসহ জনসচেতনতা বাাড়তে নানা উদ্যোগ গ্রহন করেছেন। এ সবের মধ্যে রয়েছে নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকার সকল রাস্তায় ও অলিগতিতে নিয়মিত জীবাণুনাশক ছিটিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করা, জনসচেনতায় মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ এবং ৫০ জন কর্মহীন পরিবারের মধ্যে প্রতিদিন খাবার সরবরাহ। নব নির্বাচিতসভাপতি মো. শফিকুল আলম বলেন, বর্তমান মরণঘাতক ব্যাধি করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বের মানুষ আজ চরম আতঙ্কিত। এ করোনাভাইরাস রোধে আমরা এলাকার কিশোর যুবকরা নিজেদের সামাজিক দায়িত্ববোধ থেকে ওই সংগঠনের ব্যানারে এলাকার মানুষের জন্য কাজ করছি। আমাদের এ উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here