করোনা প্রতিরোধী ভ্যাকসিন প্রমাণে সময় লাগবে ৩ মাস

0
515
করোনা প্রতিরোধী ভ্যাকসিন প্রমাণে সময় লাগবে ৩ মাস

খবর৭১ঃ ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে চীনে প্রাণ হারিয়েছে ২১৩ জন। এছাড়াও আক্রান্তের সংখ্যা প্রায় নয় হাজারে ছাড়িয়েছে।

এদিকে, দেশটির রোগতত্ত্ববিদ লি লানজুয়ান জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণ করতে এখনও অন্তত তিনমাস সময় লেগে যাবে। এ পর্যন্ত আমরা ভাইরাসটিকে পাঁচভাবে বিন্যাস করতে সক্ষম হয়েছি। তার মধ্যে দুই ধরনের বিন্যাস ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে সহায়ক।

বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন চীনের এই কেন্দ্রীয় রোগ নির্ণয় ও সংক্রামক রোগের চিকিৎসা গবেষণাগারের প্রধান।

এদিকে, বৃহস্পতিবার রাতে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০টির মতো দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here