করেরহাটে ক্রিয়েটিভ ওয়েলফেয়ার প্লাসের ঈদ উপহার সামগ্রী বিতরণ

0
547
করেরহাটে ক্রিয়েটিভ ওয়েলফেয়ার প্লাসের ঈদ উপহার সামগ্রী বিতরণ

বৈশ্বিক দূর্যোগ এই করোনা নামক ভয়াল অদৃশ্যমান ভাইরাস যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও চলছে ‘লকডাউন’। ফলে সমাজের অসহায়, দরিদ্র, দিনমজুর ও শ্রমজীবি মানুষগুলো আরো বেশি বিপদে পড়েছে। বন্ধ হয়ে গেছে মানুষের আয়ের পথ। এই মহাবিপদে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ও রাতের অন্ধকারে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সমাজকল্যাণমূলক সংগঠন ক্রিয়েটিভ ওয়েলফেয়ার প্লাসের স্বেচ্ছাসেবক দল। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনি, দুধ, সয়াবিন তৈল, নারিকেল, লবন, কিসমিস, বাদাম, চুটকি, বাংলা সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস্, পাঁচ পোড়ন মসল্লা। অসহায় দুঃস্থ্য পরিবারের ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দেন ক্রিয়েটিভ ওয়েলফেয়ার প্লাসের সদস্য পলাশ বিশ্বাস, রেদোয়ান হোসেন জনি, রিয়াদ হোসেন, শাকিল ও অপু।

সংগঠনের সদস্য রেদোয়ান হোসেন জনি ও রিয়াদ হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। যার যার সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ক্রিয়েটিভ ওয়েলফেয়ার প্লাস প্রতিষ্ঠালগ্ন থেকে নানা সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। যার অবদানে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করতে পেরেছি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সমাজকল্যাণমূলক কর্মকান্ড ভবিষ্যতে অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here