কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের কাছে ছুটছেন সৈয়দপুরের ইউএনও

0
811
কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের কাছে ছুটছেন সৈয়দপুরের ইউএনও

মিজানুর রহমান মিলন,সৈয়দপুর:
অসহায় মানুষের পাশে দাড়াতে কম্বল হাতে নিয়ে ছুটছেন সৈয়দপুরের ইউএনও। তিনি নিজ হাতে ছিন্নমুল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন ইউএনও মো. নাসিম আহমেদ। আর কম্বল পেয়ে তাকে দুহাত তুলে দোয়া দিলেন ছিন্নমূল মানুষেরা।

সৈয়দপুরে গত কয়েক দিনের মৃদু শৈত্য প্রবাহে তীব্র শীতে ছিন্নমূল মানুষগুলো শীতবস্ত্রের অভাবে যখন সীমাহীন দুর্ভোগে পোহাচ্ছিলেন,ঠিক তখনি ছিন্নমূল মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের দুর্ভোগ লাঘবে নতুন কম্বল নিয়ে তাদের পাশের দাঁড়ান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ।

শনিবার রাতে হাঁড় কাঁপানো শীতের মধ্যে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ছুটে যান তিনি। এসময় রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে রাত্রিযাপনকারী ছিন্নমূল মানুষগুলোর কাছে গিয়ে নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন। আর শরীরে হুঁল ফোটানো শীতে মধ্যে নতুন কম্বল শরীরে জড়াতে পেয়ে ছিন্নমূল মানুষগুলো মুখে হাসির ঝিলিক দেখা দেয়। এ সময় তারা তাদের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে আসায় ইউএনও জন্য সৃষ্টিকর্তা কাছে দুই হাত তুলে দোয়া করেন।
ওই দিন রাতে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থানরত ৪০ জন ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, স্বেচ্ছাসেবী আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ওই রাতেই উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নতুন গুচ্ছগ্রামের শীতার্তদের মাঝেও ৪০টি কম্বল বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ জানান, গত কয়েক দিনে প্রচণ্ড শীতে ছিন্নমূল মানুষগুলোর কষ্ট লাঘবে ওই কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে আরো বেশি পরিমাণে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here