কথা নয়, এখন অ্যাকশন নেয়ার সময়: মেয়র আতিকুল

0
344

খবর৭১ঃ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘কথা বলার আর সময় নেই। এখন সময় অ্যাকশনের। সব সংস্থাকে নিয়ে একত্রে কাজ করতে চাই। এই অনিয়ম মেনে নেয়া যেতে পারে না।’

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ‘এই ভবনগুলো কীভাবে পারমিশন পেলো, ১৮ তলার অনুমোদন নিয়ে কীভাবে ২৩ তলা হলো সেগুলো আমরা দেখবো। আমরা আর কোনও প্রাণহানি দেখতে চাই না।’

অ্যাকশনের ধরন কেমন হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র আতিকুল বলেন, ‘রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি করপোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছি। সেগুলো দেখে আমরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবো।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেট এখন থেকে ভবনে ভবনে যাবেন। পরিস্থিতি দেখে প্রতিবেদন দেবেন। এর পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

অফিস ও ভবন মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এইসব বাণিজ্যিক ভবনগুলোতে আমাদের যেসব ভাই-বোনেরা চাকরি করেন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অফিস মালিকদের, ভবন মালিকদের। এ দায় তারা চাইলেও এড়াতে পারেন না।’

গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। এতে এক শ্রীলঙ্কান নাগরিক সহ অন্তত ২৫ জনের প্রাণহানি হয়। অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৭৩ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here