কতদিন ক্ষমতায় থাকবেন পুতিন?

0
338

খবর৭১: টানা ১৪ বছর রাশিয়ার প্রেসিডেন্টের পদে আসীন রয়েছে ভ্লাদিমির পুতিন। আসন্ন নির্বাচনেরও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আসলে কতদিন ক্ষমতায় থাকবেন তিনি? সম্প্রতি চীনের প্রেসিডেন্ট পদে শি জিং পিংয়ের আজীবন বহাল থাকার জন্য সংবিধান সংশোধনের প্রস্তাবের পর এবার পুতিনকে নিয়ে এ প্রশ্ন দেখা দিয়েছে।

তবে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি চীনের মতো সংবিধান সংশোধন করতে চান না। আর এবারই তিনি শেষবারের মতো নির্বাচন করবেন। এমন তথ্যই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুতিন। এবার নির্বাচনের ক্ষমতায় আসতে পারলে ২০২৪ সালের পর আর তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছেন।

ভ্লাদিমির পুতিন বলেন, স্বার্থসিদ্ধির জন্য সংবিধান বদলাতে চাই না। ২০২৪ সালের পরে প্রেসিডেন্ট থাকার কোনও বাসনা আমার নেই।

২০১২ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন পুতিন। আসন্ন নির্বাচনেও তার জেতার সম্ভাবনা প্রবল বলে ধারণা ক্রেমলিনের। প্রথম দফায় ২০০০ থেকে ২০০৮, এই আট বছরে পরপর দু’বার প্রেসিডেন্ট হয়েছিলেন পুতিন। মাঝখানে দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট পদে বসিয়ে নিজে মাস ছয়েকের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন। তারপর আবার প্রেসিডেন্ট হয়েছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here