কটিয়াদীতে ভোটগ্রহণ স্থগিত, ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড

0
466

খবর৭১ঃ কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।

রাতে দুর্বৃত্তরা জোরপূর্বক ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পাঁচজন প্রিজাইডিং অফিসার তাকে উল্লেখিত অভিযোগ জানালেও বেশির ভাগ ভোটকেন্দ্রেই এই অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সকাল সাড়ে নয়টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে কটিয়াদীর সকল কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, দায়িত্ব পালনে অবহেলার জন্য কটিয়াদী থানার ওসি মো. সামছুদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ লাইনে ‘ক্লোজড’ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here