কটরেলের স্যালুটে মার্করাম-আমলার বিদায়

0
321

খবর ৭১: শেষ চারের টিকিট পেতে জয় অবধারিত দক্ষিণ আফ্রিকার। সে লক্ষ্যে খেলতেও নেমেছে বিশ্বকাপের ১৫তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে। টসে হেরে ব্যাট করতে নেমেই হাশিম আমলাকে হারিয়ে কাঁপন ধরেছে প্রোটিয়া শিবিরে। আমলাকে বিদায়ও জানালেন স্যালুট খ্যাত উইন্ডিজ পেসার শেলডন কটরেল। প্রোটিয়া এই তারকা ব্যাটসম্যানকে মাত্র রানে ৬ ফিরিয়ে ফিরিয়ে দিয়েই স্যালুট জানিয়ে উইকেট উদযাপন করলেন কটরেল। একইভাবে খেলার ৬.১ ওভার চলাকালে এইডেন মার্করামকেও সাজঘরে ফিরিয়ে উইকেট উদযাপন করেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান।

এর আগে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় সাউদ্যাম্পটনে খেলা শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হারের ক্ষত না শুকাতেই বাংলাদেশের কাছে হারে প্রোটিয়ারা। তৃতীয় ম্যাচেও ফাফ ডু প্লেসিসরা ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের বিপক্ষে।

অন্যদিকে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরের ম্যাচে নিশ্চিত জয়ের ম্যাচ তারা তুলে দেয় অস্ট্রেলিয়ার হাতে। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াতে চাইবে আজ। আগের দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছে ক্যারিবিয়ানরা।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকাওয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও বিওরান হ্যান্ডরিক্স।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল ও ওশান টমাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here