কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদূর্ভাবে ১৭ জনের প্রাণহানি

0
356

খবর৭১:ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদূর্ভাবে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২১ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে ২ ধরনের ভাইরাসের সনাক্ত হয়েছে। এই রোগীদের দেহে হেমোরোজিক জ্বরের লক্ষণ দেখা গেছে।

স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, কঙ্গোর ইকুয়েটর প্রদেশের বিকোরো শহরে ইবোলা ভাইরাসের সংক্রমণ বেশী দেখা গেছে।
তারা জানিয়েছে, ইবোলা ভাইরাসের সংক্রমণে গত পাঁচ সপ্তাহে ওই অঞ্চলে ১৭ জনের প্রাণহানি ঘটেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here