কক্সবাজার ১ এর ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ

0
244

এফ এম সুমন কক্সবাজার প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ এর চকরিয়া পেকুয়া আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন এডভোকেট হাসিনা আহমেদ । মঙ্গলবার ২৭শে নভেম্বর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামাল হোসেনের হাতে তার এই মনোনয়ন পত্র জমা দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ভারতে থাকায় তার স্ত্রীর মনোনয়ন আজ অনেকটা নিশ্চিত হলো। সালাহউদ্দিন আহমদ যদিওবা মামলায় খালাস পেয়েছেন তারপরও তার এখনই ফেরা অনিশ্চিত বলে জানিয়েছেন তার আত্মীয় স্বজনেরা। এডভোকেট হাসিনা আহমেদ এর আগে ও সালাহউদ্দিন আহমদ কারাগারে থাকা অবস্থায় নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন । তার নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়ায় তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বেশ উতসাহ ও চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, ম্যাডাম এসেছেন আমরা উতসব মুখর পরিবেশে নির্বাচন করতে চাই। ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের বিজয় নিশ্চিত হবে। এদিকে তিনি কক্সবাজার এসে প্রথমে দলীয় কার্যালয়ে যান এইসময় জেলা বিএনপির সভাপতি শাহাজান চৌধুরী সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না সহ জেলা বিএনপির নেতাদের সাথে সাক্ষাৎ করেন। তাদের খোঁজ খবর নেন। এইসময় পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি পেকুয়া সদর চেয়ারম্যান এম বাহাদুর শাহ ,সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাফায়েত আজিজ রাজু, সহ সাংগঠনিক ইউসুফ রুবেল, উপজেলা যুবদলের সভাপতি মুসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, ছাত্রদলের সভাপতি সোহেল আজিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোছাইন, সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ,ছাত্রদল নেতা আকিক মামুন সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here