ওয়েস্ট ইন্ডিজকে ২০৩ রানের টার্গেট দিলো বাংলাদেশের

0
234

খবর ৭১: উইকেট থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছেন স্পিনাররা। বল ব্যাপক টার্ন ও স্কিড করছে। মাঝে মধ্যে লাফিয়ে উঠছে, কখনও নিচু হয়ে যাচ্ছে। টিকে থাকাই দায় হয়ে উঠেছে ব্যাটসম্যানদের।
এ অবস্থায় চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২০৩ রানের টার্গেট দিয়েছেন বাংলাদেশ। এ রান তাড়া করে জিততে হলে সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈমদের কাছে কঠিন পরীক্ষা দিতে হবে সফরকারীদের।
দ্বিতীয় দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১১ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রান নিয়ে খেলা শুরু করেন।তবে শুরুটা ভালো এনে দিতে পারেননি তারা। স্কোর বোর্ডে ১৪ রান যোগ হতেই গ্যাব্রিয়েল শ্যাননের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক (১৯)।
দিনের শুরুতেই মিস্টার ডিপেন্ডেবল ফিরলেও লড়াই চালিয়ে যান মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। তাতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। কিন্তু হঠাৎই খেই হারান মিরাজ। দেবেন্দ্র বিশুর বলে শান ডাওরিচকে ক্যাচ দিয়ে ফেরেন এ অলরাউন্ডার। ফেরার আগে লড়াকু ১৮ রান করেন তিনি।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭ ওভারে ৫৫/৫ (ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিঠুন ১৭, সাকিব ১, মুশফিক ১১*, মিরাজ ০*; রোচ ১-০-১১-০, ওয়ারিক্যান ৮-০-২২-২, চেজ ৫-১-১৬-২, বিশু ৩-০-৫-১)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here