ওয়াশিংটনে বৈঠকে বসছেন ট্রাম্প-কিম

0
203

খবর৭১:, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার জন্য নিজের থেকেই বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার উষ্ণতায় ভরা বার্তা পেয়ে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস।

এক চিঠিতে কিম নিজের থেকেই বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান। জানা গেছে, কিমের ইচ্ছার ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটনেই তাদের বৈঠকের ব্যাপারে দিনক্ষণ ঠিক করার ব্যাপারে শুরু হয়েছে তোড়জোড়।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠকে বসেন কিম-ট্রাম্প। তবে প্রতিশ্রুতি মোতাবেক উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

যদিও পরমাণু পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে পিয়ংইয়ং। সেইসঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও বন্ধ রেখেছে দেশটি। এমনকি গত রবিবার রাষ্ট্রের ৭০ বছর পূর্তির সামরিক কুচকাওয়াজেও সেসব ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেনি কিমের দেশ।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here