ওয়ার্নারকে বোকা বললেন স্মিথ

0
479

খবর ৭১ঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিততে আর মাত্র ১ উইকেট চাই অস্ট্রেলিয়ার। হাতে আছে পুরো একটি দিন। তবে এরই মধ্যে মাঠের লড়াই গড়িয়েছে মাঠের বাইরেও। আর তাতে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। রোববার টেস্টের চতুর্থ দিন এবি ডি ভিলিয়ার্সের রানআউট হওয়ার পর ডেভিড ওয়ার্নারের উদযাপনকে বেশি বাড়াবাড়ি বলেছেন তিনি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার সহ অধিনায়ককে বোকা বলতেও ছাড়েননি ৩৭ বছর বয়সী সাবেক এ প্রোটিয়া অধিনায়ক। ডারবান টেস্টের চতুর্থ দিন দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন ডি ভিলিয়ার্স। এরপরই উদযাপনে মাতেন নাথান লায়ন ও ওয়ার্নার। তাদের উদযাপন এতই আক্রমণাত্মক ছিল যে বিষয়টি স্মিথসহ অনেকের কাছেই দৃষ্টিকটু লাগে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, অস্ট্রেলিয়ানরা জয়ের জন্য একটু বেশিই উত্তেজিত। কিন্তু লায়ন একজন অভিজ্ঞ ক্রিকেটার। আমি মনে করি, সে নিজেই বলবে এটা (উদযাপন) অপ্রয়োজনীয় ছিল। আর অনেক বছর ধরে ওয়ার্নারকে দেখছি আমরা। তাই তাকে নিয়ে আগ্রহ কম দেখানোই ভাল। তবে সত্যি কথা বলতে সে বোকার মতো কাজ করেছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here