ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে দয়ামীরে দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

0
258

খবর৭১:সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অসহায় গরীব মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মানবতার কল্যাণে যারা এগিয়ে আসে তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। বঙ্গবীর ওসমানী সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ থেকে উদ্বুদ্ধ হওয়া সকলের কর্তব্য।
ওসমানী স্মৃতি পরিষদ, টরেন্টো, কানাডা-এর উদ্যোগে ওসমানীনগর উপজেলার দয়ামীর সদরুন্নেসা উচ্চ বিদ্যালয়ে গরীব অসহায় দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট, ঢাকা-এর ট্রাস্টি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী টিটুর সভাপতিত্বে গতকাল শনিবার বিকালে শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদ, টরেন্টো, কানাডা-এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক আরিফ আহমদ।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সদরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দুলাল মিয়া, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য খালিছ মিয়া, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সদরুন্নেসা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী মো. ছাদ উদ্দিন, বার্মিং হাম আওয়ামীলীগ নেতা মামুন আহমদ, চ্যানেল এস-এর ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি, জেলা ছাত্রলীগের সাবেক উপক্রীড়া সম্পাদক ইমরান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে দু’শ-এর অধিক অসহায় দু:স্থ মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here