ওজনে কারচুপির অপরাধে ৪ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

0
581

খবর৭১ঃ
বৃহষ্পতিবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ লঙ্ঘন করায় ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।
অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠানের মধ্যে মৌচাক এলাকার মেসার্স রস মিষ্টির সৃষ্টি পাউরুটি পণ্যের মোড়কে এবং মেসার্স আলী বাবা সুইটস এর আলী বাবা সলটেড বিস্কুট পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ও ভেরিফিকেশন বিহীন ডিজিটাল স্কেলের ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও ফার্মগেইট এলাকার মেসার্স জিম ফেব্রিক্স ও মেসার্স থান কর্ণার, কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোঃ মোন্নাফ হোসেন এর নেতৃত্বে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here