ঐক্যের নামে অরাজকতা হলে রাজনৈতিক ভাবে মোকবেলায় প্রস্তুত- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি

0
268

মো. আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জাতীয় ঐক্যের ৭ দফার নামে দেশে কোন অরাজকতা হলে তা রাজনৈতিক ভাবেই মোকাবিলা করা হবে। ড. কামাল হোসেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি- তিনি ৭ দফা দিতেই পারেন, রাজনৈতিক ঘোষণা দিতেই পারেন এবং আপনারা জানেন আমাদের যা করণীয় আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুন্দর ভাবে দলের সিদ্ধান্ত পরিস্কার করেছেন। তারপরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী সদা সজাগ আছে যাতে আবার সেই ষড়যন্ত্র করে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি না হয়। আমি এটা মনে করি না যে, আবার সেই ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হবে।
রোববার সাড়ে ১২ টায় নওগাঁর পত্নীতলায় পত্নীতলা থানা নতুন ভবন ভিত্তিপ্রস্তর ফলকের শুভ উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা গুলো বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, রাজশাহী বিভাগীয় পুলিশের ডিআইজি মো: খুরশীদুল আলম, নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, নওগাঁ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জোবায়ের, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আমিনুবল হক, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, পত্নীতলা থানা ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা আ’লীগের সভাপতি ইসাহাক হোসেন, সহ-সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্ণা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রুবেল হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, বিকাল ৪ টায় স্থানীয় আ’লীগের জনসভায় বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here