ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আ.লীগ বিজয়ী করতে হবে : এনামুল হক শামীম

0
270

শরীয়তপুর প্রতিনিধি:
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, যখনই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়, তখনই বিজয় আসে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরে সখিপুরের চরভাগায় সখিপুর থানা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সখিপুর থানা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিকের স ালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, ভেদরগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, ইউপি চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান, জিতু বেপারী, মাস্টার জসিম উদ্দিন, ইউনুস সরকার, সামসুজ্জোহা রতন, মানিক সরদার, মুজাম্মেল হক মোল্যা, সাবেক চেয়ারম্যান ইউনুস আলী মোল্যা, শাহজালাল মাল, জেলা পরিষদের সদস্য কহিনুর সুলতানা দোলা, আনোয়ার হোসেন বালা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, জেলার উপদেষ্টা মাস্টার ইদ্রিস আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আউয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ তকি, আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন সরদার, কবির সরকার, জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আহম্মেদ, যুবলীগ নেতা খালেক খালাসী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান খোকন, সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক সোমেল সরদার প্রমূখ। এ সময় সখিপুর থানার ৯টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনামুল হক শামীম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। তা না হলে চলমান উন্নয়নগুলো বন্ধ হয়ে যাবে। দেশ উল্টো রথে যাত্রা শুরু করবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসা মানেই দেশের অর্থ লুটপাট ও বিদেশে পাচার। রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদ-সন্ত্রাসের উত্থান। সে কারণে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে দলকে আবারও ক্ষমতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here