ঐক্যফ্রন্ট গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে: কাদের

0
344

খবর ৭১: কেন্দ্রে পাহারা দেয়ার কথা বলে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সেমিনার শেষে এ অভিযোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৪শ’ নেতা-কর্মী অবস্থান করবে। আমরাও যদি একইভাবে আমাদের নেতা-কর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে?
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের এক কানাকড়ি দাম নেই, বিএনপি তাদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, লন্ডন থেকে তারেক রহমান ঐক্যফ্রন্টকে নিয়ন্ত্রণ করছে। আর বিএনপির ছাত্রছায়ায় নির্বাচন করবে জামায়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here