ঐক্যফ্রন্টের গণশুনানির প্রধান বিচারক হবেন ড.কামাল

0
278

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি কর্মসূচি পালন করবে তাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় ড. কামাল হোসেনকে প্রধান বিচারক করার প্রস্তাব করা হয়।

বৈঠক শেষে ঐক্যফন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব সাংবাদিকদের এ কথা জানান।

তবে ড.কামাল হোসেন হোসেন সাংবাদিকদের বলেন, ‘গণশুনানির প্রধান বিচারক কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি।’

বৈঠকের সার্বিক বিষয় নিয়ে রব সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামী ২৪ তারিখ গণশুনানি করবো। সেই বিষয়ে আমাদের আগামী রবিবার প্রস্তুতি সভা রয়েছে। প্রস্তুতি সভায় আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

এখনও গণশুনানির ভেন্যু চূড়ান্ত হয়নি জানিয়ে রব আরও বলেন, ‘জাতীয় প্রেসক্লাব, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, মহানগর নাট্যমঞ্চসহ ভালো কয়েকটি জায়গায আমাদের বিবেচনায় রয়েছে।’

ড.কামাল দলীয় ব্যক্তি হওয়ায় তিনি কিভাবে বিচারক হবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড.আব্দুল মঈন খান বলেন, ‘দুনিয়ার সব জায়গায় দল রয়েছে। দলীয় নেতারা এসব বিষয়ে কথা বলবেন।’

পরে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে রব বলেন, ‘ভোট ডাকাতদের ছাড়া আমরা সব দলকে গণশুনানিতে লিখিত আমন্ত্রণ জানাবো।’

বৈঠকে অন্যান্যের মধ্যে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here