এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় উত্তীর্ণ হয়েছে ১৬,১২৯ জন পরীক্ষার্থী

0
256

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় ১৬হাজার ১শত ২৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সারা জেলায় পাশের হার ৬৮.৫৩ শতাংশ। ফেল করেছে ৩১.৪৭ শতাংশ। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ২৩হাজার ৫শত ৩৬জন পরীক্ষার্খী। রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা যায়,সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবার জিপিএ-৫পেয়েছে ৩ শত ৬৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলেরা পেয়েছে ১শত ৮৭টি এবং মেয়েরা ১শত ৮২ টি। ছেলে পরীক্ষার্থী ছিল মোট ১০হাজার ৬শত ৫৭জন ও মেয়ে পরীক্ষার্থী ছিল ১২হাজার ৮ শত ৭৯ জন। ছেলেরা পাশ করেছে ৭হাজার ৩শত ৫৫জন ও মেয়েরা পাশ করেছে ৮ হাজার ৭শত ৭৪জন। শতাংশের দিক থেকে মেয়েরা পাশ করেছে ৬৮.১৩ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৬৯.০২ শতাংশ। ফলাফলের সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা প্রতিভা রানী দাস জানান,সুনামগঞ্জ জেলায় সর্বমোট ৩০৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারী ও এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ২০৮টি,৯১টি মাদ্রাসা,৬টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি দাখিল মাদ্রাসা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here