এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক

0
614

খবর ৭১: প্রশ্নফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ থাকবে। এ বিষয়ে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) বলা হবে। তাদের সঙ্গে আলাপ করেই এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

নাহিদ বলেন, পরীক্ষা শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা। এর আধাঘণ্টা আগে অর্থাৎ ৯ টায় পরীক্ষার্থীকে নিজ আসনে বসতে হবে। এরপর কেউ এলে তাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

পরীক্ষার ৩০ মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা বণ্টন করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, এর এক মিনিট আগেও প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না। কেউ খুলে ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রশ্নপত্রের প্যাকেট কেউ আগে খুলে ফেলছে কিনা তা তদারকি করতে নির্ধারিত একটি টিম থাকবে। এ টিম কেন্দ্রে কেন্দ্রে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করবে। কোথাও প্রশ্নপত্র আগে খোলা হলে ওই কেন্দ্রের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আগামী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here