এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

0
244

খবর৭১ঃ আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ওই টুর্নামেন্ট। এই আসরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করে।

এবারের টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে এ ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। নিজস্ব ইউটিউব অ্যাকাউন্টে সূচি প্রকাশ করেছে তারা।

এ নিয়ে ১৪বারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ। আসরের ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। এবার অংশ নেবে ছয়টি দল। যথারীতি থাকছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাকি দলটি বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে আসবে।

দুগ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই গ্রুপে পড়ায় ফের পরম আকাঙ্ক্ষিত ম্যাচ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও আফগানিস্তান।

গ্রুপপর্বের সেরা চার দলকে নিয়ে হবে সুপার ফোর। সেখানকার সেরা দুই দল লড়বে ফাইনালি লড়াইয়ে।

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি-

১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা – দুবাই

১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই

১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান – আবুধাবি

১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই

১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান – দুবাই

২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি

সুপার ফোর পর্ব-

২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-বি রানার্সআপ

২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ-এ রানার্সআপ

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-বি বিজয়ী

২৫ সেপ্টম্বর– গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-এ রানার্সআপ

২৬ সেপ্টেম্বর- গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ-বি রানার্সআপ

বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here