এমপি শওকত চৌধুরীর বিরুদ্ধে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আদেলের বিলবোর্ড অপসারণের অভিযোগ

0
251

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) থেকে:
নীলফামারী-৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদ সদস্য আলহাজ¦ শওকত চৌধুরী গণতান্ত্রিক রাজনীতিতে বিশ^াস করেনা। তিনি এখন আহসান আদেলুর রহমান আদেল আতংকে ভুগছেন। এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আদেলুর রহমানের বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণের রাজনীতিতে লিপ্ত রয়েছেন। বর্তমান এমপি তার লোকদের দিয়ে এমন ঘৃণিত কাজ করছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধায় সৈয়দপুর প্লাজার চাইনিজ রেস্টুরেন্ট রেড চিলিতে জাতীয় পার্টির প্রতিবাদ সভায় এমন অভিযোগ করেছেন নীলফামারী জেলা জাতীয় পার্টির একাংশের নেতৃবৃন্দ।
নীলফামারী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, জাপা নেতা সাবেক পৌর কাউন্সিলর রাজু আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখা সভাপতি আব্দুর রশিদ সরকার, যুব সংহতি নেতা শামসুদ্দিন অরুন ও আলতাফ হোসেন প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আহসান আদেলুর রহমান আদেলের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এমপি শওকত চৌধুরীর উদ্দেশ্যে বলেন গত সাড়ে ৪ বছরে তিনি দলের কোন নেতা কর্মীকে মূল্যায়ন করেননি। দলের চাইতে এমপি পদের গুরুত্ব দিয়ে নিজের আখের গুছিয়েছেন। উন্নয়ন কর্মকান্ডের জন্য সরকারের দেয়া সব বরাদ্দ নিজের লোকদের দিয়ে হাতিয়ে নিয়েছেন। বক্তারা বলেন এসব কারণে শুধু নিজ দল জাতীয় পার্টিই নয়, ক্ষমতাসীন আওয়ামীলীগও তার কর্মকান্ডে ক্ষিপ্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির এমপি পদ ধরে রাখতে হলে নতুন প্রার্থীর বিকল্প নেই। আর এজন্য কেন্দ্রের নির্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ¦ হুসেইন মোহাম্মদ এরশাদের ছোট বোন মেরিনা রহমানের পুত্র আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল নীলফামারী-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী হয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী গণসংযোগ। ফলে এমপি শওকত চৌধুরীর সাথে দলের উল্লেখযোগ্য তেমন কেউ না থাকায় তিনি এমন আদেল আতংকে রয়েছেন। এ কারণেই সৈয়দপুর শহরে লাগানো মনোনয়ন প্রত্যাশী আদেলের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করাচ্ছেন।
প্রতিবাদ সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা নাদিম, ইয়াকুব প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here